সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা এবারের আইপিএলে দাপট দেখাচ্ছেন ৷ দলের ব্যাটসম্যানরা বড় স্কোর করে দিন বা অল্প রানের টার্গেট দিন তারা বল হাতে দলকে জয়ের লক্ষ্য অবধি পৌঁছে দিচ্ছেন ৷
দলের দুই বোলার ভুবনেশ্বর কুমারের ভূয়সী প্রশংসা করেছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ অন্যদিকে আফগান বোলার রশিদ খান ও টাইগার অলরাউন্ডার বোলিংয়ে জাদু দেখাচ্ছেন ৷ রশিদ খান ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আইপিএল বোলারদের তালিকার ৫ নম্বরে রয়েছেন ৷
ভুবেনেশ্বর ও রশিদের জুটি এখন হায়দরাবাদের জার্সিতে সুপারহিট ৷ তবে এই অবস্থাতাতেও ভুবির মাথায় ঘুরছে দেশের কথা ৷ ম্যাচের পরে দুই বোলারের আলাপচারিতায় উঠে এসেছে এই মজার তথ্য ৷
আফগান লেগ স্পিনার রশিদ খানকে ভুবি বলেছেন , ‘‘ যা ইচ্ছা কর, কিন্তু ভারত-আফগানিস্তান টেস্টে কিন্তু এটা করবে না ৷’’ এই উপদেশ রশিদ খান অবশ্য পালন করবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই ৷ কারণ বুদ্ধিমান স্পিনারও এক কথায় উত্তর সেরেছেন ৷ তিনি বলেছেন , ‘‘ইনশআল্লাহ’’৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর