লোকেশ রাহুলের লটাকু ইনিংসের পরেও হেরে গেল কিংস ইলেভেন পাঞ্জাব। কিংস ইলেভেন পাঞ্জাবকে জয় উপহার দিতে দলের হয়ে একাই লড়াই করে গেছেন পাঞ্জাবের এ ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।
প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাঞ্জাব। ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।
মঙ্গলবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে রাজস্থান রয়েলস। জস বাটলারের একার লড়াইয়ে রাজস্থান রয়েলসের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৮ রান। ৫৮ বলে নয় চার ও এক ছক্কায় ৮২ রান করেন বাটলার।
পাঞ্জাবের পক্ষে ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলেও দলের হয়ে ৭০ বলে ১১টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৯৫ রানের হার না মানা ইনিংস খেলেন রাহুল। পাঞ্জাবের পক্ষে এই তিনি ছাড়া আর কেউ ২০ রানের ঘরে পৌঁছতে পারেননি৷ লোকেশ রাহুল একাই লড়াই করে পাঞ্জাবের স্কোর ১৪৩ পর্যন্ত নিয়ে যান৷ এই হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরেই থাকল পাঞ্জাব৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর