পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। তবে সে লক্ষ্য পূরণে যে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সে বিষয়েও অবগত ৩৬ বছর বয়সী এ তারকা খেলোয়াড়।
দীর্ঘ পাঁচ বছর পর দলে ফিরে মাত্র তিনটি ম্যাচ খেলে ২০১৫ সালের শেষ দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। তবে সিমিত ওভারে পাকিস্তান দলের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-২০ টুর্নামেন্টের এক বিবৃতিতে মালিক বলেন, ‘৫০ ওভার ফর্মেটে ২০১৯ বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ। তবে টি-২০ ফর্মেটে আমি ২০২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাই।’
এ দুটি বড় লক্ষ্য, যার জন্য আমি অপেক্ষা করছি-দেখা যাক কি হয়। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমি এ দুটি বিশ্বকাপ খেলতে পারব।’
মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফ স্পিনার মালিক এ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৬১ ওয়ানডে ও ৯৫টি টি-২০ ম্যাচ খেলেছেন।
সিপিএলে গত পাঁচ বছর তিনি বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেললেও ২০১৮ আসরে তিনি খেলবেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। আগামী ৮ আগস্ট থেকে ১৬ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম