সাবেক এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলয়ামস আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার এ কথা জানিয়েছেন আয়োজকরা।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা জ্বরের কারণে গত সপ্তাহে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন।
কন্যা সন্তান অলিম্পিয়ার জন্মের ছয় মাস পর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন দিয়ে গত ফেব্রুয়ারিতে খেলায় ফেরেন যুক্তরাষ্ট্রের এ সুপারস্টার। তবে পুরোপুরি ফিট হতে এখনো তাকে লড়াই করতে হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, রোম টুর্নামেন্টে চার বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ১৮তম আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অবশ্যই আমরা তাকে রোমের ক্লে কোর্টে ২০১৯ আসরে পাওয়ার আশা করছি।’
২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ আসরের শিরোপা জয় করেন সেরেনা।
এই রোমেই স্বামী এ্যালেক্সি ওহানিয়ানের সঙ্গে তার দেখা হয়েছিল এবং এ শহরেই সেরেনাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম