ইশান কিষানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ২১১ রানের টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান করে মুম্বাই। এদিন ৬ ছক্কা ও ৫ চারে ২১ বলে ৬২ রান করেন ইশান কিষান।
এর আগে কলকাতার ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। উদ্বোধনী জুটিতে এভিন লুইস ও সুরিয়া কুমার যাদব ৪৬ রান তুলে। ১৮ রানে ফিরে যান লুইস। এরপর ৩৬ রানে ফিরেন সুরিয়া। রোহিত শর্মা করেন ৩৬। হার্দিক পাণ্ডিয়া ২১ ও বেন কাটিং করেন ২৪ রান। কলকাতার হয়ে পিযূষ চাওলা ৩টি, সুনীল নারিন, টম কারেন ও প্রশিদ কৃষ্ণ ১টি করে উইকেট নেন।
মুম্বাই একাদশ
সুরিয়া কুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, জেপি ডুমিনি, জাসপ্রিত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক, (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিদ কৃষ্ণ, রিঙ্কু সিং, টমাস কারেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান