এই মুহূর্তে ভারত দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী নয় বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর তারই জের ধরে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সমালোচনা করলেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তিনি জানান, স্মিথ-ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়াকে হারানোর এটাই শ্রেষ্ঠ সুযোগ, তাই কোনো ভাবেই ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল।
উল্লেখ্য, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট খেলা নিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছেন ভারতীয় কোচ। তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন, গোলাপি বলে টেস্ট খেলার জন্য তাদের আরও প্রস্তুতি প্রয়োজন।
রবি শাস্ত্রীর এই যুক্তিকে খণ্ডন করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে ক্লার্কের বক্তব্য, প্রতিকূলতা এড়াতেই পাটা উইকেটে খেলতে চাইছে না ভারত। তার মতে, অ্যাডিলেডে এমনি সময়ে খেলা হলে উইকেট থেকে আলাদা সুবিধা পাওয়া যায় না। রাতে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে ফাস্ট বোলাররা বাড়তি সাহায্য পায়। আর এতে সমস্যায় পড়তে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। সে কারণেই বিশ্বের এক নম্বর টেস্ট দল সুকৌশলে এড়াতে চাইছে এই টেস্ট।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ওয়াসিফ