আইপিএলের চলতি মৌসুমে দারুণ ক্রিকেট উপহার দিয়ে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। লো স্কোরিং ম্যাচগুলোতে টান টান উত্তেজনা সৃষ্টি করে জয় তুলে নিচ্ছে সাকিবরা। উইলিয়ামসনদের মূল শক্তি বোলিং। ভুবনেশ্বর, রশিদ খান, সাকিব আল হাসান, সিদ্ধার্থ কাউলরা আস্থার সঙ্গে বোলিং করে ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে প্লে অফ।
ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন বলেছিলেন, 'ব্যাটসম্যানরা ম্যাচ জেতায়, আর বোলাররা টুর্নামেন্ট জেতায়।' আর এই মন্ত্রকেই পুঁজি করে এগিয়ে চলছে টম মুডির শিষ্যরা।
আজ আইপিএলের ৪২তম ম্যাচে দিল্লিতে মুখোমুখি হতে যাচ্ছে উইলিয়ামসন ও শ্রেয়াস আইয়ারের দল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১.আলেক্স হেলস
২. শিখর ধাওয়ান
৩. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৪. মনিশ পাণ্ডে
৫. হৃদ্ধিমান সাহা
৬. ইউসুফ পাঠান
৭. সাকিব আল হাসান
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. বিলি স্ট্যানলেক
১১. সিদ্ধার্থ কৌল
বিডি-প্রতিদিন/ ই-জাহান