পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরানের খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সমালোচিত হওয়া সাবেক ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর পাশে দাঁড়ালেন দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ও মোহম্মদ হাফিজ৷ আফ্রিদি ও হাফিজ দু’জনই ভারত-পাক শান্তির পথে সিধুর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন৷
সিধু শুধু ইমরানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতীয় কট্টরপন্থীদের চক্ষুশূল হননি, উপরন্তু পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে তাদের রোষের শিকার হয়েছেন৷ ভারতে ফেরা যাবৎ সিধুর আচরণ নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে৷ এমনকি সিধুর মাথার দামও ঘোষণা করেছে বজরং দল৷
ভারতে বিতর্কে জেরবার সিধুর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দুই পাক ক্রিকেটার আফ্রিদি ও হাফিজ৷ টুইটারে আফ্রিদি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে নভজ্যোৎ সিং সিধুকে পাকিস্তানে আসতে দেখে ভালো লাগল৷ আশা করি তার এমন অভ্যর্থনা উদারচিত্তে গৃহীত হবে৷ দু’দেশের সামনে শান্তিই হল একমাত্র পথ৷ সহিষ্ণুতার এমন বার্তা ছড়ানো উচিত দু’দেশেরই৷ এমন পদক্ষেু উত্তেজনা প্রশমিত করবে৷’
পরে হাফিজ টুইট করেন। তিনি লেখেন, ‘নভজ্যোৎ সিং সিধুর পাকিস্তানে আসা দারুণ বিষয়৷ উনি মনুষ্যত্যের জন্য শান্তি ও শ্রদ্ধার বার্তা বহন করেছেন৷ পাকিস্তানিরা তার অল্প সময়ের উপস্থিতি উপভোগ করেছে৷ মানবিকতা ও উন্নত পৃথিবীর জন্য আমেদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত৷’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর