ইংল্যান্ডে টানা দুই টেস্টে লজ্জাজনক হারের পরে ট্রেন্টব্রিজে ঘুরে দাঁড়ায় বিরাট কোহলির ভারতীয় দল। তৃতীয় টেস্ট জেতার ফলে সিরিজে ফিরে আসার সুযোগ থাকছে ভারতের। সিরিজের ফলাফল এখন ২-১। বাকি দুটো টেস্টের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। আর তৃতীয় টেস্টের এই গুরুত্বপূর্ণ জয় কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করলেন কোহলি।
ইংল্যান্ডকে হারিয়ে কোহলি সাংবাদিক বৈঠকে বলেন, দল হিসেবে এই জয় আমরা উৎসর্গ করছি কেরালার বন্যাপীড়িত মানুষদের জন্য।
কেরালার সার্বিক বন্যা পরিস্থিতি ভাল নয়। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। কেরালার ফুটবল ক্লাবও আর্থিক সাহায্য করেছে। নামী ব্রিটিশ ফুটবল ক্লাব কেরলের এই দুরবস্থায় সাধারণ মানুষকে সমবেদনা জানিয়েছে। এবার ক্ষতিগ্রস্তদের দাঁড়াল টিম ইন্ডিয়া।
বিডি প্রতিদিন/ ২৩ আগস্ট ২০১৮/ ওয়াসিফ