ভারতের কেরালায় ভয়ঙ্কর বন্যায় দুঃখপ্রকাশ করেছেন অনেক তারকা। আর সেই তালিকায় এবার যুক্ত হল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের নাম। বুধবার ঈদুল আজহার দিন কেরালার জন্য প্রার্থনা করলেন এই তারকা অলরাউন্ডার।
পাক এই ক্রিকেট তারকা টুইটে জানিয়েছেন, “ইদ মোবারক দোস্তো। আমি কেরালার বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা করেছি। আল্লাহ, ঘর হারাদের মুখে হাসি ফিরিয়ে তাঁদের পুনর্বাসিত করুক”। এই টুইট রিটুইট করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা।
উল্লেখ্য, এর আগে স্বাধীনতা দিবসেও ভারত-পাক দুই দেশের ‘আজাদি দিবসে’ প্রতিবেশী দুই দেশের নাগরিকদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন শোয়েব। সপ্তাহ খানেকের মধ্যেই শোয়েব মালিক ফের কেরালার পাশে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান সৌভ্রাতৃত্বের সেই বন্ধন আরও দৃঢ় করলেন বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/ ২৩ আগস্ট ২০১৮/ ওয়াসিফ