বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ ১৭)'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বহরবুনিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে বারইখালী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ৪টায় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, কৃষি কর্মকর্তা অনুপম রায়, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রধান শিক্ষক ভবতোষ মজুমদার, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন, চেয়ারম্যান মাহমুদ আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা মুরাদ হোসেন, আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম সমাপনি দিনের খেলায় উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন রতন সরকার। পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশ গ্রহন করে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর