দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ হার ভারতের৷ স্বভাবতেই কোহলির নেতৃত্ব, দল নির্বাচন ও টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে৷ কখনও পূজারাকে দলের বাইরে রেখেছেন বিরাট, কখনও আবার ভুল পিচ রিডিং করে সিমিং উইকেটে জোড়া স্পিনার খেলিয়ে ডুবেছেন৷ সিরিজ হারের পর সাংবাদিকের প্রশ্ন শুনে বিরাটকে রেগে যেতেও দেখা গেছে৷
পরিস্থিতি চাপে পড়ে অধিনায়ক বিরাটের মাথা ব্যাথার এখন হাজারও কারণ৷ সামনেই দেশের মাঠিতে প্রতিপক্ষ দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ফের বিদেশ সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামতে হবে৷ ব্রড-অ্যান্ডারসনদের সিমিং উইকেটের পর ক্যাঙ্গারুর দেশে এবার গতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে কোহলি-রাহানে-পূজারাদের৷ তার আগে দল নিয়ে বিরাটকে ভাবনা চিন্তা করতে পরামর্শ দিচ্ছেন সৌরভ৷
সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় বয়ে গেছে৷ বিরাট সফল হলেও অন্যরা ধারাবাহিক নয়, সেকারণে নটিংহ্যামে কামব্যাক করেও পরের দুই টেস্টে লড়াই করেও হারতে হয়েছে ভারতকে৷ শেষ টেস্টে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ওপেনার লোকেশ রাহুল৷ অন্যদিকে মিডল অর্ডারে শতরান পেয়েছেন উইেকটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷ দলে যে প্রতিভার অভাব নেই, এই পারফর্ম্যান্সগুলো থেকে সেকথা বলছেন সৌরভ৷
সৌরভ বলেন, ‘কোহালির দলের এখন সামনের দিকে তাকানো উচিত৷ প্রত্যেক দলের মধ্যে প্রচুর প্রতিভা ও সম্ভবনার মিশেল থাকে৷ অধিনায়কের কাজ হল সেই প্রতিভাগুলো খুঁজে সতীর্থদের থেকে সেরাটা বের করে আনা৷’
বর্তমান অধিনায়কের উদ্দেশ্যে সৌরভ আরও জুড়েছেন, ‘ইংল্যান্ডের মাটিতে রাহানে, পূজারা, রাহুলরা যে ব্যাটিংটা করলেন৷ এর চেয়ে তারা দশগুণ ভাল ক্রিকেটার৷ অধিনায়ককে তার দল চিনতে হবে, সতীর্থদের থেকে সেরাটা বার করে আনাই দক্ষ ক্যাপ্টেনের পরিচয়৷ সতীর্থের কাঁধে ক্যাপ্টেনের হাত থাকলে সেই ক্রিকেটারের পারফর্ম্যান্সে ফারাক আসতে বাধ্য৷ প্রতিভার অন্বেষণ করাটা খুব জরুরী৷’
ব্যর্থতার ফাঁকেও সিরিজ থেকে ভারতের সেরা প্রাপ্তি তরুণ ঋষভের ব্যাটিং৷ সেই সঙ্গে অভিষেক ম্যাচেই বিরাটকে ভরসা দিয়েছে হনুমা বিহারির মতো ক্রিকেটার৷ অনেকেই মনে করছে ব্যর্থ ধাওয়ানের পরিবর্তে ওভাল টেস্টে পৃথ্বীকে খেলালে তারও একটা পরীক্ষা হয়ে যেত৷ প্রতিভা খোঁজা ও তাকে সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কোহলি অতীতে দূরদর্শীতার পরিচয় দিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটের কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোহলি এবার বুদ্ধিমত্তার পরিচয় দেন কিনা, সেটাই এখন দেখার৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর