মহেন্দ্র সিংহ ধোনি ৩ বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময়ে হঠাৎ করে অবসর নিয়েছিলেন। তার পরে সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ধোনি নিজের অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার মুখ খুললেন প্রকাশ্যে। তাও আবার সংবাদমাধ্যমে।
হোমটাউন রাঁচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ধোনি জানান, ‘‘২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে যাতে দল গড়ার কাজ শুরু করা যায়, সেই জন্যেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলাম।’’
পাশাপাশি তিনি বলেন, ‘‘নির্দিষ্ট লক্ষ্যে দল গড়ার সময় দেওয়া উচিত নতুন অধিনায়ককে। সঠিক সময়েই ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম।’’
শুধুমাত্র নিজের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গই নয়, ধোনি সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সফর নিয়েও মুখ খুলেছেন। শোচনীয় ১-৪ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। বিদেশ সফরের বিপর্যয় ব্যাখ্যা করতে গিয়ে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই দায়ী করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
ধোনির কথায়, ‘‘সিরিজ শুরুর আগে ঠিকমতো প্রস্তুতি ম্যাচ খেলেনি জাতীয় দল। তাই ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেনি। এটা অবশ্য খেলারই অংশ। ভুললে চলবে না ভারত কিন্তু এখনও টেস্টে একনম্বর দল।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর