গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে ঢুকে পড়া এক ‘আন্দোলনকারী'। তার সহকর্মীরা দাবি করছেন, তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ম্যাচের ৪৯তম মিনিটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আচমকা মাঠে ঢুকে পড়েন চার ব্যক্তি। তারা পুলিশের পোশাক পরা ছিলেন। খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
ওই চার ব্যক্তি দেশটির ব্যান্ডসংগীত দল পুষি রায়টের সদস্য। রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছেন। ফাইনাল ম্যাচে ওই কাণ্ডের পর তাদের কিছুদিনের জন্য কারাদণ্ড ভোগ করতে হয়। চার বছর আগেও তারা জেল খাটেন।
অসুস্থ হওয়া ব্যক্তির নাম পিয়াতর ভেরেজিল।
পুষি রায়টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের বন্ধু, ভাই, কমরেড মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার জীবন সংকটে। আমরা ধারণা করছি তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত