এবারের এশিয়া কাপে বিরাট কোহলি নেই ভারতীয় দলে। রোহিত শর্মা অধিনায়ক। তাকে ঘিরে সেই পাগলামো নেই ভক্তদের মনে। কিন্তু আরেকজন তো এসেছেন। তাকে ঘিরেই শুক্রবার দুবাইয়ে যাবতীয় তৎপরতা। কে তিনি? তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।
ধোনিকে ঘিরে জল্পনার শেষ নেই সেই ইংল্যান্ড থেকেই। যেই তিনি ইংল্যান্ডে ম্যাচ শেষে স্টাম্প নিয়েছেন দেশে রটে গেল তিনি নাকি অবসর নিতে চলেছেন। তাই তাকে ঘিরে যেমন মধ্যপ্রাচ্যের ভক্তকুলের উন্মাদনা তেমনই মিডিয়ারও যাবতীয় কেন্দ্রবিন্দুতে তিনি। কী করছেন ধোনি তাই তুলে রাখার চেষ্টা।
শুক্রবার দুপুরে প্রচন্ড গরমে চুটিয়ে ব্যাট করলেন ধোনি। ভারতীয় দল যেহেতু পুরোপুরি এখনও পৌঁছতে পারেনি দুবাইয়ে, সে জন্য প্রস্তুতিতে যেন কোনও ঘাটতি না থাকে, তাই নেট বোলার হিসেবে ভারতীয় শিবির দুবাইয়ে নিয়ে এসেছে তিন পেস বোলার সিদ্ধার্থ কল, আবেশ খান এবং প্রসিদ্ধ কৃষ্ণকে। সঙ্গে দুই স্পিনার মাকরন্দ মার্কান্ডে এবং শাহবাজ নাদিম।
ভারতীয় দলের অনুশীলনে ধোনি যখন নেটে ব্যাট করতে ঢুকলেন তার আগে রোহিত শর্মা জানতে চাইলেন, ধোনির কোন, কোন বোলার দরকার? সেই মতো বোলারদের ধোনির নেটে বোলিংয়ের আদেশ দিলেন ভারত অধিনায়ক। পেসারদের সাবলীলভাবে খেলার পাশাপাশি দেখা গেল স্পিনারদের প্যাডল সুইপ করছেন তিনি।
ওপরের অংশ যদি শুক্রবার ভারতীয় দলের অনুশীলনের প্রধান প্রতিপাদ্য হয়, তাহলে দ্বিতীয় অংশ হল দুবাইয়ে আইসিসি একাডেমির মাঠে ভারত-পাকিস্তানের যৌথ মহড়া। আসলে পাশাপাশি নেটে ভারতীয়দের সঙ্গে অনুশীলন করলেন পাকিস্তানের ক্রিকেটাররা। উপমহাদেশের ক্রিকেটে এর থেকে ভাল আর কী বিজ্ঞাপন হতে পারে।
ভারতীয় দলের অনুশীলনে প্রথম পাক ক্রিকেটার হিসেবে ধোনির কাছে প্রথমেই ছুটে গেলেন শোয়েব মালিক। ধোনির পাশে দাঁড়িয়ে ছিলেন রোহিত। তিনজনের মুখে ছিল হাসি। এই ছবিই তো দেখতে চান নিঃস্বার্থ ক্রিকেটপ্রেমীরা। সে ছবি হয়ে গেল দুবাইয়ে। পাক ক্রিকেটাররা আলাপ জমালেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এশিয়া কাপকে ধন্যবাদ দিতেই হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর