দলে ফেরার ম্যাচে দারুণ খেলে দলকে ভালো অবস্থানে রেখে সাজ ঘরে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। মাত্র ৩ ওয়ানডে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরিও হাকিয়েছেন। মাত্র ৬৮ বলে ২টি ছক্কা ও ৫টি চারের মারে ৬৩ রান করে মালিঙ্গার শিকারে পরিণত হন তিনি।
এদিকে মিথুনের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিরোধ গড়েন এ দুই ব্যাটসম্যান। পরে দলকে ভালো অবস্থানে রেখে এ রিপোর্ট লেখা পর্যন্ত মিথুন ফিরলেও ২৮ ওভারে ৮৪ বলে ৭৯ রানে অপরাজিত আছেন মুশফিক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম