এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৬২ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। ইনিংসের ১৮তম ওভারে পেসার রুবেল হোসেন নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে লেগ বিভোরের ফাঁদে ফেলেন। আর এতে করে ৮০ রান তুলতেই ৭ উইকেট নেই শ্রীলঙ্কার।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে টাইগাররা। টসে জিতে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৬১ রানে থামে বাংলাদেশের ইনিংস। মুশফিকুর রহিমের ১৪৪ ও মোহাম্মদ মিথুনের ৬৩ রানে ভর করে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দেয় টাইগাররা।
বিডি প্রতিদিন/এ মজুমদার