ক্রিকেট মানেই চমক। বাইশ গজের ক্রিজে নিত্য নতুন রেকর্ড কিংবা ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। তবে এসবের মাঝেই ক্রিকেট মাঠে এমন কিছু ঘটনা ঘটে যায় যা ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে যায়। তেমনই এক ঘটনা ঘটল গতকাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে।
এদিন ম্যাচের দ্বিতীয় ওভারেই হাতে আঘাত পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠের বাইরে যান তামিম। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সঙ্গে সঙ্গে ড্যাসিং ওপেনারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই তামিম দেশের স্বার্থের কথা চিন্তা করে নিজের ইনজুরি তুচ্ছজ্ঞান করে বাইশগজে ফেরেন। প্রিয় মুশফিককে সঙ্গ দিতে মাঠে নামেন। প্রথমেই পড়লেন লঙ্কান বোলার সুরঙ্গা লাকমলের গতির সামনে। ভাঙা হাতে লাগলে ইনজুরি ভয়ঙ্কর হতে পারে, তাই বাঁ হাতটা শরীরের আড়ালে লুকিয়ে রাখলেন। ডান হাত দিয়ে দারুণভাবে ঠেকিয়ে দিলেন বল। দৃশ্যটি যেন ক্রিকেটের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ