বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিধারীদের বহু জয়ের নায়ক এই বাঁ-হাতি ওপেনার। দলের প্রয়োজনে রঙিন জার্সিতে তিনি যতটা বিধ্বংসী, সাদা পেশাকে আবার তিনি ততটাই ধৈয্যশীল। তবে এবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সব কিছু ছাপিয়ে তিনি নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। কেবল দলের প্রয়োজনে আর স্বদেশ প্রেমের তাগিদেই ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে একহাতে আগুনের গোলা মোকাবেলা করতে নেমেছিলেন এই ড্যাসিং ব্যাটসম্যান।
এদিন, ভাঙা আঙুল নিয়ে শেষ উইকেটে মুশফিকের সঙ্গে একহাতে ব্যাট করে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করেন তামিম। একটি শর্টবল ডিফেন্সও করেন। বাকি বলগুলো থেকে মুশফিক তুলে নেন ৩২ রান। বাংলাদেশ পায় ২৬১ রানের লড়াইয়ের স্কোর। তবে তমিমের এমন ‘সাহস’ মুগ্ধ করেছে অধিনায়ক মাশরাফিকে।
‘এই ম্যাচের জন্য তামিমকে মানুষের মনে রাখা উচিত,’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যে কোন কিছু ঘটতে পারতো। তার ক্যারিয়ারেরও প্রশ্ন ছিল এখানে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ