বাংলাদেশ ক্রিকেটের অন্যতম লড়াকু ব্যাটসম্যান তিনি। স্বাভাবিকভাবে তার কাছে দলের প্রত্যাশাও অনেক। অথচ এশিয়া কাপের প্রথম ম্যাচেই সেই তামিম ইকবালই কিনা হাতে চোট পেয়ে বেরিয়ে গেলেন মাত্র তিন বলে খেলে। পরে দেখা গেল স্লিংয়ে হাত ঝুলিয়ে বসে থাকা এই ড্যাশিং ওপেনারকে। ফলে তামিম যে আর মাঠে নামতে পারছেন না সেটা অনেকটা অনুমান করে ফেলেছিল সবাই। কিন্তু সবার চিন্তাকে ভুল প্রমাণিত করে মাঠে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন তামিম। এক হাত দিয়ে ব্যাট করে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলেছেন তিনি।
দেশের জন্য তামিমের এই সাহসিকতা পুরো ক্রিকেট বিশ্ব দেখলেও ঝুঁকি ছিল অনেক। সেজন্য তামিম মাঠে যেতে নিষেধ করেছিলেন কোচ স্টিভ রোডস। তিনি তামিমকে বলেছিলেন, এতটা ঝুঁকি নিয়ো না। কিন্তু তামিমের মনে হয়েছিল তিনি পারবেন। আর পরেরটা তো ইতিহাস। নবম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের আউটের পরও ২২৯ রান থেকে বাংলাদেশের স্কোর যে ২৬১ হয়েছিল সেটা মুশফিকের এক লড়াকু ইনিংসের কারণে হলেও তামিম মাঠে না নামলে সেটা সম্ভব ছিল না।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব