বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। দলের প্রয়োজনে রঙিন জার্সিতে তিনি যতটা বিধ্বংসী, সাদা পেশাকে আবার ততটাই ধৈয্যশীল এই বাঁ-হাতি ওপেনার। আর সেই ধারাবাহিকতায় এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। কেবল দলের প্রয়োজনে আর স্বদেশ প্রেমের তাগিদেই একহাতে আগুনের গোলা মোকাবেলা করতে নেমেছিলেন ড্যাশিং এই ব্যাটসম্যান। যা অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে।
দলের প্রতি তামিমের দায়িত্ব ও দেশপ্রেম দেশের ক্রিকেটাঙ্গনের জুনিয়রদের জন্য শিক্ষনীয় বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের ওপেনার শামসুর রহমান শুভ এবং দুই তরুণ আবু যায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি। তাদের মতে, তামিমের এমন নির্ভীক ও দায়িত্বশীল মানষিকতা তাদের জন্য তো বটেই এদেশের তরুণ ক্রিকেটারদের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে। মিরপুর একাডেমি মাঠে রবিবার তারা এসব কথা বলেন।
এ সময় জাতীয় দলের সবশেষ সংযোজন আবু যায়েদ রাহি বলেন, ‘মনে হয়েছিল উনি নামতে পারবেন না। কিন্তু মাঠে নামার পর খুব ভাল লাগছিল। জুনিয়র প্লেয়ারদের জন্য এটা অনেক শিক্ষনীয়। টিমের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়।’
দলে এক সময়ে ওপেনিংয়ে তামিমের সঙ্গী শামসুর রহমান শুভ বলেন, ‘ওরকম অবাক আমি হইনি। তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ ভাই বা মাশরাফি ভাই এরা সবসময় সামনে থেকে লিড দেয়া পছন্দ করে। আর এরা নিজেরা কিছু না পারলে খুব অপমানিত বোধ করে। ওদের ক্ষুধা জিনিসটা অনেক বেশি। অন্য রকম।’
টেস্ট স্পেশালিস্ট পেসার কামরুল ইসলাম রাব্বি বললেন, ‘আমি ভাবিনি যে তামিম ভাই ব্যাটিংয়ে নামবেন। প্রত্যাশাও করিনি। তার সুস্থতাই বেশি কামনা করেছি। তামিম ভাই যে কাজটা করেছেন তা শিক্ষনীয় ব্যাপার। দলের প্রতি, সতীর্থের প্রতি যে ভালবাসা দেখলাম সেটি আমরা যারা জুনিয়র আছি ভবিষ্যতে কাজে দেবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ