এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। শুধু রান দেখে তার ইনিংসটাকে মূল্যয়ন করা ঠিক হবে না। কারণ, ইনিংসের দ্বিতীয় ওভারে মালিঙ্গার শেষ দুই বলে লিটন দাস ও সাকিব আল হাসানের আউটের পর তৃতীয় ওভারে আহত হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবালও। মানে স্কোর বোর্ডে ৫ রান যোগ হওয়ার আগেই নেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। সেখান থেকে মাটি কামড়ে দাঁড়িয়ে দুবাইয়ের মতো দেশের এতো তাপমাত্রার মাঝেও যে ইনিংসটা তিনি খেলেছেন তা অবশ্য বাংলাদেশের সেরা ইনিংসগুলো একটি-এতে কোনো সন্দেহ নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও সেটাই বলেছেন। বলেন, এটি বাংলাদেশের ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস।
মুশফিকের এই ব্যাটিং ছুঁয়ে গেছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদকে কাইফকেও। ১৩৭ রানের বিশাল জয়ের প্রশংসা করে টুইটারে তিনি লেখেন, 'বাংলাদেশের অসাধারণ জয়। শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে তারা।' এরপর বলেন, মুশফিকুর রহিমের ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব