১৪তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগাস্তিান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আবু ধাবিতে খেলা শুরু হয়েছে।
এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টাইগারদের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে হাথুরুসিংহের শীষ্যরা। তাই আজকের ম্যাচটি অ্যাঞ্জেলো ম্যাথিউসদের জন্য বাঁচা-মরার লড়াই।
বিডি-প্রতিদিন/ ই-জাহান