এশিয়া কাপের তৃতীয় ম্যাচে রহমত শাহ ও এহসানুল্লাহর ব্যাটিং নৈপুণ্যে লঙ্কানদের ২৫০ রানের লক্ষ্য বেধে দিয়েছে আফগানিস্তান।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। উদ্বোধনী জুটিতে এহসানুল্লাহ ও শেহজাদ যোগ করেন ৫৭ রান। ৩৪ রানে শেহজাদ ফিরে গেলে তৃতীয় উইকেট জুটিতে রহমত শাহকে নিয়ে আরও ৫০ রান যোগ করেন এহসানুল্লাহ। তবে হাসমতউল্লাহ শাহিদি ও রহমত শাহের ৮০ রানে জুটি আফগানদের ভাল সংগ্রহের ভিত গড়ে দেয়। রহমত শাহ ৭২, এহসানুল্লাহ ৪৫ রান করেন।
লঙ্কানদের হয়ে থিসারা পেরেরা ৫টি, আকিলা ধনঞ্জয় ২টি, মালিঙ্গা, জয়সূরিয়া ও চামেরা ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান