এশিয়া কাপের তৃতীয় ম্যাচে রহমত শাহ ও এহসানুল্লাহর ব্যাটিং নৈপুণ্যে লঙ্কানদের ২৫০ রানের লক্ষ্য বেধে দিয়েছে আফগানিস্তান। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করেছে লংকানরা।
আজকের ম্যাচে হারলেই বিদায় নিতে হবে লংকানদের। এর আগে আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান। শুরুটা দারুণ করেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইহসানুল্লাহ। এরপর আস্তে আস্তে স্কোর বোর্ডে ২৪৯ রান তোলেন আফগানরা।
বিডি প্রতিদিন/হিমেল