পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বড় জয় পেতে চলেছেন ভারত। শোয়েব মালিকদের দেওয়া ২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ২১০ রান তুলেছেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান।
আর শেখর ধাওয়ান তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি মাত্র ১০০ বল খেলে ২টি ছক্কা ও ১৬টি চারের মারে ১১৪ রান করেন ধাওয়ান।
এদিকে এদিন নিজের ১৮১তম ওয়ানডে ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত শর্মা। পাশাপাশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি।
এর আগে শোয়েব মালিকের ৭৮ রানে ভর করে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান করে।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান