২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৪৯

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সা

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সা

সংগৃহীত ছবি

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা। কাম্প নউয়ে রবিবার জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভালভার্দের শিষ্যরা। 

এদিন ম্যাচের ম্যাচের দ্বাদশ মিনিটেই মেসির নৈপুণ্যে এগিয়ে যায় যেতে পারতো বার্সেলোনা। তবে তিনজন ডিফেন্ডারকে পিছনে ফেলে অধিনায়কের নেওয়া শট ঠেকিয়ে দেন জিরোনা গোলরক্ষক।

এদিন ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের মাঝ বরাবর বাড়ান চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ছুটে এসে বাঁ পায়ের শটে বল ঠিকানায় পাঠান মেসি। এরপর ম্যাচের ৩৫ মিনিটে প্রতিপক্ষের স্প্যানিশ মিডফিল্ডার পেরে পনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টার-ব্যাক ক্লেমোঁ লংলে। তবে ৪৫তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। স্প্যানিশ মিডফিল্ডার বেনিতেসের ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে কোনাকুনি শটে টের স্টেগেনকে পরাস্ত করেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানি।

তবে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় জিরোনা। পোর্তুর শট টের স্টেগেন ঠেকানোর পর ফিরতি বল স্তুয়ানির পায়ে গিয়ে পড়ে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি। এরপর ৬৩তম মিনিটে হেডে সমতাসূচক গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে।

লিগে এ মৌসুমে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল বার্সেলোনা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর