আফগানিস্তানের বিপক্ষে জয়ে মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের অধিনায়কও তাদের 'কষ্ঠদায়ক' হারের পেছনে মুস্তাফিজের বোলিং নৈপুণ্যের কথাই বারবার বলেছেন। ম্যান অব দ্য ম্যাচ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদও কৃতিত্ব দিয়েছেন মোস্তাফিজকে।
ম্যাচ শেষে জানা গেল কিন্তু পায়ে ব্যথা নিয়ে খেলেছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে মাশরাফি জানালেন সে কথা, 'ম্যাচের শেষের দিকে সে জাদুকরের মতো খেলেছে। তার পায়ে হালকা ব্যথা ছিল। আমরা তাকে দিয়ে ১০ ওভার বোলিং করাতে চেয়েছিলাম। কিন্তু সে করতে পারেনি। এমনকি ব্যথার কারণে সে ইয়র্কারও দিতে পারেনি।'
মাশরাফি বলেন, 'আমরা হাল ছেড়ে দিইনি- সাকিব শেষের তিনটি বল খুবই ভালো করেছে। এর পর মুস্তাফিজকে বোলিংয়ে নামার সময় উইকেট নেয়ার কথা বলেছি।'
বিডি প্রতিদিন/ফারজানা