এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা চলতি আসরে কোন চমকই দেখাতে পারেনি। টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়েছে দলটি। আর সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যর্থতার দায়ে আবারও জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে এবার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে লঙ্কানদের ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের নেতৃত্ব সংকটের কথা জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ম্যাথুসকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এক বার্তায় এসএলসি জানায়, ‘রবিবার নির্বাচকরা আসন্ন ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অধিনায়ক হিসেবে দিনেশ চান্দিমালকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাবে তারা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়তে অনুরোধ করেছেন।’
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে হরের পর আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে এই আসরের চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ