অতীতে বহুবার রিভিউ নেওয়ার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার সেই সুনামই অক্ষুণ্ণ রাখলেন তিনি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। চাহালের বলে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে ইমামের বিরুদ্ধে। আম্পায়ার অবশ্য তা নাকচ করে দেন।
ধোনি তখনই অধিনায়ক রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। রোহিত তা শুনে নেন রিভিউ। রিভিউয়ে দেখা যায়, বল লেগেছিল উইকেটে। সিদ্ধান্ত পাল্টে আউট দেন আম্পায়ার। ভারত পায় প্রথম উইকেট।
তখন ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাস্কার ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ। গাভাস্কার বলে ওঠেন, “এমএসডি সত্যিই জিনিয়াস। আশ্চর্য এক মানুষ। রিভিউ নিতে অধিনায়ক রোহিতকে ধোনিই উৎসাহিত করেছিল। আর তার ফল তো দেখাই যাচ্ছে। পরিষ্কার আউট এটা!”
টুইটারেও শুরু হয় ধোনির বন্দনা। একজন লেখেন, “ডিআরএস মানে ডিসিশন রিভিউ সিস্টেম নয়, এখন ওটার মানে ধোনি রিভিউ সিস্টেম।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ