এশিয়া কাপে গ্রুপ পর্বের পর পাকিস্তানের বিপক্ষে এবার সুপার ফোরের ম্যাচেও দাপুটে জয় পেয়েছে ভারত। শোয়েব মালিকদের দেওয়া ২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ২১০ রান তুলেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। তবে শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনিরা।
এ ব্যাপারে ম্যাচের পরে যুজবেন্দ্র চহাল সাংবাদিক বৈঠকে এসে বলেন, ‘‘দেখুন, উল্টো দিকে কারা, তা নিয়ে আমরা ভাবি না। সে পাকিস্তান হতে পারে, ইংল্যান্ড হতে পারে, দক্ষিণ আফ্রিকা হতে পারে। আমাদের কাজটা হল মাঠে গিয়ে নিজেদের সেরাটা দেওয়া। তারপর ফলটা যা হওয়ার তাই হবে।’’
গ্রুপের ম্যাচে পাকিস্তানকে যে সহজে হারিয়ে সুপার ফোরে খেলতে নামছে ভারত, তা দলকে ভুলে যেতে বলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পরে টিভি'তে তিনি বলেন, ‘‘আমরা নিজেদের বলেছিলাম, আগের ম্যাচে কী হয়েছে, তা ভুলে যাও। এটা নতুন লড়াই। আমাদের আবার সেরাটা দিতে হবে। সেটাই করেছে ছেলেরা।’’
বুমরাহকে নিয়েও আলাদা করে বলেছেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়কের মন্তব্য, ‘‘বুমরাহ এখন বোলার হিসেবে অনেক পরিণত হয়েছে। অনেক ম্যাচ খেলা হয়ে গেছে ওর। বুমরাহ নিজের বোলিং সম্পর্কে পুরোপুরি সতর্ক। ও জানে কোথায়, কোন জায়গায় ফিল্ডার রাখতে হবে।’’
ম্যাচের সেরা শিখর ধাওয়ান বলেছেন, ‘‘আমি এখন ভাল ছন্দে আছি। এই ফর্মটা ধরে রাখতে চাই।’’ পাকিস্তান নিয়ে ধাওয়ানের বক্তব্য, ‘‘পাকিস্তানের বোলিং আক্রমণ খুব ভাল। তাই ওপেনার হিসেবে চেয়েছিলাম, শেষ পর্যন্ত থেকে ম্যাচটা বার করতে। ওপেনারদের কাজই হল, নতুন বলটা সামলে দেওয়া।’’
রোহিতের ইনিংস নিয়ে ধাওয়ান বলেছেন, ‘‘দুর্দান্ত একটা ইনিংস খেলল রোহিত। একবার জমে গেলে ও বড় রান না করে মাঠ ছাড়ে না। এটা খুব ভাল ব্যাপার যে, আমরা দু’জনেই নিজেদের উইকেটে থাকার গুরুত্বটা বুঝি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ