ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে মিরপুরে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর আভাস দিয়েও পরপর দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ওপেনার তামিম ইকবালের পর ফিরে গেছেন ওয়ানডাউনে ক্রিজে আসা ইমরুল কায়েসও। আরেক ওপেনার লিটন তাদের দেখানো পথে হেঁটেছেন।
রোস্টন চেজের সহজ একটি বলে ক্যাচ তুলে দেন তামিম ইকবাল। পয়েন্ট সেই সহজ ক্যাচ নিয়েছেন দেবেন্দ্র বিশু। এরপর ক্রিজে আসা ইমরুল কায়েস খেলেছেন মাত্র দুটি বল। প্রথম বলে ক্যারিবীয় দীর্ঘদেহী পেসার থমাসকে চার মেরে পরের বলেই বোল্ড জিম্বাবুয়ে সিরিজে দারুণ খেলা ইমরুল। এরপর ফেরেন দুরন্ত খেলতে থাকা লিটন দাস। ৫৭ বলে ৪১ রান করেন দাস।
এই রিপোর্টে লেখার সময় বাংলাদেশর সংগ্রহ ২৩ ওভার শেষে ৩ উইকেটে ১১৭ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসান।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৮/আরাফাত