সানরাইজার্স হায়দরাবাদের জন্য খারাপ খবর। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন কাঁধে চোট পেয়েছেন। ফলে আইপিএলের শুরুর দিকে অনিশ্চিত হয়ে পড়েছেন কিউয়ি অধিনায়ক।
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান উইলিয়ামসন। হাসপাতালে যেতে হয়েছিল তাকে। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, পেশিতে চোট পেয়েছেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উইলিয়ামসনের অস্বস্তি হচ্ছিল। চোটের জায়গায় রক্তক্ষরণ হয়েছে। যদিও চোটটা গুরুতর নয়।’
বাংলাদেশ সিরিজ খেলেই ভারতে আসার কথা ছিল উইলিয়ামসনের। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। কিউয়ি কোচ অবশ্য বলেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠলে আইপিএল খেলতে সমস্যা হবে না উইলিয়ামসনের। তবে আমি বলব ১০০ শতাংশ সুস্থ না হয়ে উইলিয়ামসনের মাঠে নামা উচিত নয়। সামনেই বিশ্বকাপ। উইলিয়ামসনও বিষয়টা নিশ্চয়ই বুঝবে।’
নির্বাসিত থাকায় ২০১৮ আইপিএল খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। যদিও অভাবটা বুঝতে দেননি উইলিয়ামসন। দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন। সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকেই। ১৭ ম্যাচে ৭৩৫ রান করেছিলেন উইলিয়ামসন। গড় ছিল ৫২.৫০। স্ট্রাইক রেট ছিল ১৪২.৪৪। আটটি অর্ধশতরান ছিল। তাই উইলিয়ামসনকে না পেলে সমস্যা বাড়বে হায়দরাবাদের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর