আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২১৯ রানের বিশাল টার্গেট দিয়েছে। ঘরের মাঠের ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২১৮ রান সংগ্রহ করে কলকাতা।
এর আগে ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
প্রথমে ব্যাটিং নেমে ওপেনার ক্রিস লিন ব্যর্থ হলেও ব্যাট হাতে ঠিকই ছোটখাটো একটা ঝড় তোলেন আরেক ওপেনার সুনীল নারিন। ৯ বলে ১ চার আর ৩ ছক্কায় ২১ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
তৃতীয় উইকেটে নেমে হাল ধরেন নীতিশ রানা আর রবিন উথাপ্পা। ১১০ রানের বড় জুটি গড়ার পথে দু'জনই করেন ঝড়ো ব্যাটিং। ৩৪ বলে ২টি চার আর ৭টি ছক্কার মারে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন রানা।
এরপর উথাপ্পার সঙ্গে যোগ দেন আন্দ্রে রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডার পাঞ্জাবের বিপক্ষেও খেলেছেন ১৭ বলে ৪৮ রানের (৩ চার, ৫ ছয়) রানের বিধ্বংসী ইনিংস।
৫০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ইনিংসের শেষ পর্যন্ত উথাপ্পা অপরাজিত থাকেন ৬৭ রানে। পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, ভিলজয়েন, বরুণ চক্রবর্তী আর অ্যান্ড্রু টাই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন