আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল নিজের বিয়েতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিমন্ত্রণ জানিয়ে সমালোচিত হচ্ছেন।
এই গ্রীষ্মেই বাগদত্তা আমিনে গুলসে (২৫) কে বিয়ে করবেন ওজিল। ভাবী বধূকে সঙ্গে নিয়েই এরদোয়ানকে বিয়ের কার্ড দিয়ে এসেছে ওজিল। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।
২০১৭ থেকে প্রেম করছেন মেসুত ওজিল ও আমিনে গুলসে। গত বছরের জুনে বিয়ের ঘোষণা দেন তারা।
তুরস্কের বংশোদ্ভূত ওজিল গত বছরের মে মাসেও এরদোয়ানের সাথে ছবি তুলে সমালোচিত হন। রাশিয়া বিশ্বকাপের আগে সেই সাক্ষাতের সময় তুরস্ক প্রেসিডেন্টকে আর্সেনালের জার্সি উপহার দিয়েছিলেন ওজিল। বিশ্বকাপের পর বর্ণবাদের অভিযোগ তুলে জার্মান ফুটবল দল থেকে অবসর নেন ৩০ বছর বয়সী এ ফুটবলার।
বিডি প্রতিদিন/ফারজানা