লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না- হয়তো অনেকে এমনটিই ভেবে নিয়েছিলেন! যেহেতু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর বার্সেলোনার হয়ে নিয়মিত মাঠ মাতালেও আর্জেন্টিনার জার্সিতে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন তিনি।
তবে নতুন চমক হলো- সব জল্পনার অবসান ঘটিয়ে গত ২৩ মার্চ প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে নেমে পড়েন মেসি। মেসি ফেরাটা অবশ্য লাভের চেয়ে যেন ক্ষতিই বেশি হলো দলটির! আর্জেন্টিনা হেরেছে ৩-১ গোলে। ম্যাচে আবার চোট পেয়ে দলের পরবর্তী খেলা থেকে ছিটকে যান বার্সা তারকা। আর এতেই ফের শুরু হয় মেসিকে নিয়ে জল্পনা, আসছে কোপা আমেরিকায় তিনি খেলবেন তো? এদিকে দলের কোচ লিওনেল স্কালোনি পরিস্কার করে জানিয়ে দিলেন, জুনে ব্রাজিলের অনুষ্ঠিত আসরটিতে থাকবেন লিওনেল মেসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার