পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ। শাহিন ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ওয়াসিম আকরাম।
তিনি আরও বলেন, শাহিন কঠোর পরিশ্রমী এবং খুব দ্রুত শিখতে পারে এগুলোই তাকে একটা অবস্থানে নিয়ে যাবে।
ওয়াসিম আকরাম আরও বলেন, শাহিন একজন উইকেট শিকারী বোলার এবং বিশ্বকাপের আগেই তা জানা গেছে। সুতরাং আমি বুঝতে পারছি না শুরু থেকেই কেন তাকে নামানো হলো না।
গত শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বকাপে পাকিস্তানে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন