ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবি’র সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, রুবেলকে ১০ লাখ টাকা দেবে বিসিবি।
এর আগে, গত ১০ মার্চ ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এর চারদিন পর ১৪ মার্চ অস্ত্রপচারের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্বাবধানে ১৯ মার্চ রুবেলের সফল অস্ত্রপচার করা হয়।
রুবেলের টিউমারে কোনো ক্যান্সারের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও ক্যান্সার যেন বাসা বাঁধতে না পারে সেজন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত কেমো ও রেডিওথেরাপি নিতে হচ্ছে রুবেলকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ