চলতি বছরের ডিসেম্বরে আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর। আর মূল প্রতিযোগিতা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএল সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ৩ তারিখে। আর টুর্নামেন্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
উল্লেখ্য, এবার এক বছরে দু’টি বিপিএল উপহার দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গত বছরের শেষের দিকে বিপিএলের ষষ্ঠ আসরের আয়োজন করার কথা থাকলেও তা চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট।
বিডি প্রতিদিন/কালাম