প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ফুরফুরে মেজাজে তারা। এখন সিরিজ জয়ে চোখ তাদের। এ লক্ষ্যে রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হচ্ছে লংকানরা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
সাধারণত, কোনও সিরিজের প্রথমটি জিতলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখে জয়ী দল। তবে চাইলেও সেটা ধরে রাখতে পারবে না শ্রীলঙ্কা। কারণ, প্রথম ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ফলে একাদশে পরিবর্তন আনতেই হচ্ছে তাদের। তার পরিবর্তে দলে ঢুকছেন দাসুন শানাকা। এটা একরকম নিশ্চিত। এছাড়া আর কোনো বদলের সম্ভাবনা নেই।
তবে জয়ের কথা মাথায় রেখেই চূড়ান্ত একাদশ সাজাবে শ্রীলঙ্কা। চলুন দেখে নেওয়া যাক- বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে শ্রীলঙ্রকা একাদশ।
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
বিডি প্রতিদিন/কালাম