টাইগার শিবিরের অন্যতম আস্থার নাম তামিম ইকবাল। তবে রঙিন পোশাকে নিজের অধিনায়কত্ব স্মরণীয় করে রাখতে পারেননি এই ড্যাশিং ব্যাটসম্যান। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বো সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ রবিবার দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তামিম বাহিনীর।
এ ব্যাপারে কথা বলেন টাইগার তামিম। প্রথম ম্যাচের শেষ ১০ ওভারের বোলিংকে আজ প্রেরণা হিসেবে নিতে চাইছেন তিনি। তামিম বলেন, ‘এক সময় মনে হচ্ছিল আমাদের টার্গেট ৩৫০-৩৬০ রানে ঠেকবে। শেষ ১০ ওভারে আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন বলেই রান কম হয়েছে। ছেলেরা মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আমাদের এখন দ্রুত গুছিয়ে নিতে হবে। দুটি ম্যাচ বাকি আছে। আশা করি আমরা আরও ভালো করব।’
উল্লেখ্য, প্রেমাদাসা স্টেডিয়ামে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ