ভারতীয় পেসার মোহাম্মদ শামি অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) এর সিইও রাহুল জোহরি শামির পক্ষে মার্কিন দূতাবাসে সুপারিশপত্র লেখার পর এই ছাড়পত্র পান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে.কম এই খবরটি নিশ্চিত করেছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে মার্কিন দূতাবাসে আবেদন করেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু প্রতিকূল পুলিশি রেকর্ডের জন্য ভিসা বাতিল হয়ে যায় ভারতীয় এই গতি তারকার। পুলিশ ভেরিফিকেশন রেকর্ডে তার আবেদন পত্রের অসম্পূর্ণতা বেরিয়ে আসে। শামি কলকাতা পুলিশের অধীনে ৪৯৮এ ধারা (যৌতুক হয়রানি) এবং ৩৫৪এ (যৌন হয়রানি) মামলায় অভিযুক্ত ছিলেন। গত বছর তার স্ত্রী হাসিন জাহান কলকাতা পুলিশের কাছে শামির নামে এই এফআইআর ফাইল করেন। মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে এ ব্যাপারে বলেন, ‘হ্যাঁ, প্রথমিকভাবে ইউএস অ্যাম্বাসি থেকে শামির ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। তারা পুলিশ ভেরিফিকেশনে ত্রুটি খুঁজে পায়। তবে এখন এই সমস্যা সমাধান হয়েছে এবং সব ডকুমেন্ট ঠিক করা হয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ