নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অজি নারী ক্রিকেটার মেগ ল্যানিং। নারীর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ১৩৩ করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তার এর আগের রেকর্ড ছিল ১২৬ রানের।
ল্যানিংয়ের ৬৩ বলে ১৩৩ রানের জোরে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২২৬ রান। ইংল্যান্ড জবাবে ১৩৩ রান করে। টি-টোয়েন্টিতে এই ৯৩ রানে হার ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে হারের নজির।
সেই সঙ্গে অ্যাসেজ সিরিজেও সব ধরণের ম্যাচ মিলে পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়া ১০-২ এগিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে সিরিজও জেতা হয়ে গেল অজিদের। নজির গড়ার পর ল্যানিং বলেন, 'আমি রেকর্ডের কথা ভাবছিলামই না। বরং নিজেদের টিমের পারফরম্যান্স নিয়ে আমি দারুণ খুশি। এই মাঠে খেলতেও দারুণ লাগে। আমি শুরু থেকেই বল ভালো হিট করছিলাম। এক এক দিন এ রকম হয়। ফর্ম দারুণ থাকে।'
ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট বলেন, 'মেগকে কৃতিত্ব দিতেই হবে। দুর্দান্ত ইনিংস খেলেছে। আমরা কখনওই আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের কোনও সুযোগ দেয়নি।'
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ