টপ অর্ডারের ৬ উইকেট হারিয়ে অনেকটাই বিপাকে বাংলাদেশ দল। ২৬ রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সৌম্য সরকার (১১)। এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই ইসুরু উদানার বলে বোল্ড হন অধিনায়ক তামিম ইকবাল (১৯)।
ধনাঞ্জয়ার বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হয়ে দুই ওপেনারের দেখানো পথে হাঁটেন মোহাম্মদ মিঠুন (১২)। রিয়াদও (৬) পারলেন না খাদে পড়া বাংলাদেশকে উদ্ধার করতে। দলীয় ৬৮ রানের মাথায় আকিলা ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকারে পরিণত হোন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৩২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিক ২৬ রানে ব্যাট করছে।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত