কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখী হয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে একাদশে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। স্পিন সহায়ক পিচ হওয়ায় রুবেল হোসেনের বদলে তাইজুল ইসলামেও ওপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাম-হাতি এই স্পিনারকে মূলত সাকিব আল হাসানের অভাবটা পূরণ করতেই স্কোয়াডে রাখা হয়। যদিও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না ২৭ বছর বয়সী তাইজুল।
টেস্ট দলে নিয়মিত এই স্পিনার সব শেষ ওয়ানডে খেলেছেন তিন বছর আগে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তাইজুল। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলছেন তিনি।
২০১৪ সালে অভিষেকের পর ওয়ানডেতে ৪ ম্যাচে ৫ উইকেট রয়েছে তাইজুলের। অন্যদিকে সাদা পোশাকে বেশ রঙিন তিনি। ২৪ টেস্ট খেলে ৯৯ উইকেট তুলেছেন তিনি। যা বাংলাদেশিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন ১০০ উইকেট নেয়া মোহাম্মদ রফিক ও ২০৫ উইকেট নেয়া সাকিব আল হাসান।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত