একাই লড়াই করলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে সময়ে হাল ধরেন তিনি। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ২৩৯।
একের পর এক উইকেট হারিয়ে দলীয় ১১৭ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক। উইকেটের এক পাশ আগলে রেখে একাই লড়াই করে যান জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়েছেন মুশফিক। এই জুটিতে ইতিমধ্যে ৫৭ বলে ৫৭ রান যোগ করেছেন তারা। তাদের ব্যাটে সম্মানজনক স্কোর গড়ার স্বপ্ন দেখছে টাইগাররা।
হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে একেরপর এক এক উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় টাইগাররা।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ, রবিবার ৫২ রানে হারায় ৩ উইকেট। এরপর ১৬ রানের ব্যবধানে নেই মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট সাব্বির রহমান রহমান। শেষ পর্যন্ত মুশফিকের ব্যাটে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৯/আরাফাত