পাত্রী এবং দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিল। বাকি ছিল কেবল সময়ের অপেক্ষা। অবশেষে সেটাও শেষ হলো। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাসের বিয়ে সম্পন্ন হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রবিবার রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। আজ রাতে সেখানেই তার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান হবে।
এর আগে, নিউজিল্যান্ড সিরিজ শেষে ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব