ইনজুরির কারণে অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে আসন্ন মৌসুমে লা লিগায় বার্সার প্রথম ম্যাচে খেলা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
শনিবার রাতে প্রীতি ম্যাচে নাপোলির বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচটি ৪-০ গোলে জিতেও যায় কাতালান জায়ান্টরা। কিন্তু ইনজুরি আক্রান্ত মেসি সেসময় ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে ব্যস্ত। তবে এখনও মাঠে নামার মতো যথেষ্ট ফিট নিন মেসি, এমনটাই জানালেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ