২২ আগস্ট, ২০১৯ ২১:১৩

ক্রিকেট মাঠে ফিরছেন শ্রীশান্ত!

অনলাইন ডেস্ক

ক্রিকেট মাঠে ফিরছেন শ্রীশান্ত!

ফাইল ছবি

শেষ পর্যন্ত নির্বাসন উঠতে চলেছে শান্তাকুমারন শ্রীশান্ত৷ পরের বছর সেপ্টেম্বর মাস থেকে স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত শ্রীশান্তের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিসিআই-এর অম্বুডসম্যান ডিকে জৈন।

২০১৩ সালে আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন শান্তাকুমারন শ্রীশান্ত। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আইপিএলে স্পট-ফিক্সিং কাণ্ডে শ্রীশান্তসহ রাজস্থানের তিন ক্রিকেটার অঙ্কিত চহ্বাণ ও অজিত চাণ্ডিলাকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই। এরপর বিসিসিআই-এর কঠোর এই সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আদালতে আপিল করলেও বিসিসিআই নরম মনোভাব দেখায়নি। এদিকে, আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে ইতিমধ্যেই ছয় বছরের নির্বাসন কাটিয়ে ফেলেছেন শ্রীশান্ত।

চলতি মাসের ১৫ আগাস্ট, বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির নির্দেশ বিবেচনা করে সুপ্রিম কোর্ট। বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈন জানান, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শাস্তি পাচ্ছেন শ্রীশান্ত। সেক্ষেত্রে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শাস্তির মেয়াদ থাকবে। এরপর সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর