পায়ের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের হামিস রড্রিগেজ। ফলে আগামী মাসে হতে যাওয়া ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার প্রীতি ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।
দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলে আসার পর রিয়ালের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই চোট পান রড্রিগেজ। লা লিগায় শনিবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রড্রিগেজের ডান পায়ে চোট পাওয়ার কথা জানায় রিয়াল। সেরে উঠতে কত দিন লাগবে তা অবশ্য জানানো হয়নি। তবে আগামী রবিবার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই।
আগামী ৭ সেপ্টেম্বর আমেরিকায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, ওই ম্যাচের আগে রড্রিগেজের সেরে ওঠার সম্ভাবনা বিশেষ নেই।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ